ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ১শ’ ৩৩ কার্টন সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
 বগুড়ায় ১শ’ ৩৩ কার্টন সিগারেট জব্দ বগুড়ায় ১শ’ ৩৩ কার্টন সিগারেট জব্দ/ছবি-আরিফ জাহান

বগুড়া: বগুড়ার শাজাহানপুর থেকে ১শ’ ৩৩ কার্টন ডার্বি সিগারেট জব্দ করেছে যৌথবাহিনী। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (২৪জানুয়ারি) দুপুরে উপজেলার বেতগাড়ী এলাকায় একটি বাড়িতে অভিযান চালান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) ও কাস্টমস বিভাগের কর্মকর্তারা।

সন্ধ্যা ৬টায় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তায়েব-উর-রহমান আশিক বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, বেতগাড়ী এলাকায় রফিকুল ইসলামের তিনতলা বাড়ির তৃতীয় তলায় শেরপুর উপজেলার দ্বারকিপাড়ার বাসিন্দা বুলু আকন্দের ছেলে বাদশা আকন্দ ভাড়া থাকতেন। তার ভাড়া বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে বৃটিশ আমেরিকা ট্যোবাকো গ্রুপের ১শ’ ৩৩ কার্টন সিরাগেট জব্দ করা হয়।

বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের আওতাধীন না হওয়ায় তা র‍্যাব ও কাস্টমস বিভাগকে বিধিমতো ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও জানান অভিযানে অংশগ্রহণকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তায়েব-উর-রহমান আশিক।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭

এমবিএইচ/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।