ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পানি সংরক্ষণে ৩৭৫ কোটি টাকার প্রকল্প

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
পানি সংরক্ষণে ৩৭৫ কোটি টাকার প্রকল্প

সংসদ ভবন থেকে: পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহে ৩৭৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের দ্বিতীয় কার্য দিবসেএ তথ্য জানান মন্ত্রী।

বরিশাল-৬ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য নাসরিন জাহান রত্নার এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সুপেয় পানি ও কৃষি কাজে ভূ-গর্ভস্থ পানির ওপর অধিকহারে নির্ভরশীলতার কারণে ইতোমধ্যে ভূ-গর্ভস্থ পানির স্তর ৩ মিটার থেকে ১০ মিটার পর্যন্ত নিচে নেমে গিয়েছে।

ফলে গ্রীষ্ম মৌসুমে নলকূপে পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়া যায় না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার ৩শ’ ৭৫ কোটি টাকা ব্যয়ে ‘পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদের পুকুর, দিঘি ও জলাশয়সমূহ পুনঃখনন, সংস্কার’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছে।

তিনি বলেন, এ প্রকল্পের আওতায় সারাদেশে ৮০৯টি পুকুর পুনঃখনন করা হবে। পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের আওতায় জেলা পরিষদের ১৪৩টি পুকুর পুনঃখনন করা হবে। এ সকল পুকুর পুনঃখননের মাধ্যমে বরিশাল জেলাধীন পৌরসভাসহ দেশের সকল জেলায় ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভশীলতা কমিয়ে ভূ-উপরিস্থ সুপেয় পানির ব্যবস্থা করা সম্ভব হবে। এছাড়া এ জলাধারসমূহের পানি ভূ-স্তরে প্রবেশ করে ভূ-গর্ভস্থ পানির স্তর উন্নতিতে সহায়তা করবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে ১২২টি পৌরসভায় স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তিনটি প্রকল্পের আওতায় পাইপ লাইন ও নলকূপের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে।

**ভালো উকিল ধরার পরামর্শ সমবায় মন্ত্রীর

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭

এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।