ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় চার ব্যবসায় প্রতিষ্ঠানে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
নেত্রকোনায় চার ব্যবসায় প্রতিষ্ঠানে জরিমানা

নেত্রকোনা: নেত্রকোনা শহরে ওষুধের দোকানসহ চার ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা এ জারিমানা করেন।

প্রণয় চাকমা বাংলানিউজকে জানান, বিকেলে মেয়াদবিহীন ও বিক্রয়ের জন্য নয় এমনসব ওষুধ দোকানে রাখার দায়ে মোক্তারপাড়া এলাকার দুইটি ফার্মেসিকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে সন্ধ্যায় শহরের মেছুঁয়া বাজারে ফলের দোকানে ওজনে কম দেওয়ার অপরাধে দুই ফল ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ড্রাগ সুপার মাসুদুজ্জামান খানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।