ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

অভয়নগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
অভয়নগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ১ অভয়নগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ১-ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের অভয়নগর উপজেলার মহাকাল গ্রাম থেকে ৫শ’ গ্রাম গাঁজাসহ রফিকুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়। রফিকুল উপজেলার ধোপাদি গ্রামের আজগর আলী খার ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের এএসপি খোদাদাদ হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মহাকাল গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজাসহ রফিকুলকে আটক করা হয়।

এ ঘটনায় রফিকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।