ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘হকার উচ্ছেদ এমপিদের মাথার ওপর পড়বে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
‘হকার উচ্ছেদ এমপিদের মাথার ওপর পড়বে’

সংসদ ভবন থেকে: ফুটপ‍াতের হকার উচ্ছেদের আগে মেয়রদের আইনি দিকগুলো খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন জাসদের সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল। তিনি বলেন, হকার উচ্ছেদ, মেয়রদের এ ধরনের আচরণ ঘুরে ফিরে সংসদ সদস্য ও সরকারের মাথার ওপর এসে পড়বে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে একথা বলেন জাসদ একাংশের এই নেতা।

মঈনুদ্দিন খান বাদল বলেন, কয়েকদিন ধরে দেখছি ঢাকা শহর কর্তৃপক্ষের সঙ্গে হকারদের একটা বিরোধ চলছে।

হকাররা চোখের সামনে দেখছে বুলডোজারে তাদের জীবন জীবিকা ধ্বংস হচ্ছে।

তিনি বলেন, অনেকে বলছেনে হকারদের কারণে রাস্তায় জ্যাম হচ্ছে। এ সময় উদাহরণ হিসেবে বলি, কুড়িল ফ্লাইওভারের ওপর জ্যাম, সেখানে তো হকার থাকে না। তাহলে জ্যাম কেন?  আসলে জ্যাম হচ্ছে প্রচণ্ড গাড়ির চাপে।

বাদল বলেন, হঠাৎ করে ঢাকা শহরকে উন্নত শহর বানানোর একটা প্রতিজ্ঞা নিয়ে মেয়ররা এগিয়ে চলছেন। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে পুনর্বাসন না করে কাউকে উচ্ছেদ করা যাবে না।

ঢাকা শহরের জ্যাম অর্থনৈতিক উন্নয়নের চিত্র বলে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা শহরের জ্যাম নিয়ে অনেকেই অনেক কথা বলেন। তবে একজন প্রতিথযশা বিদেশি অর্থনীতিবিদ বাংলাদেশের জ্যাম সম্পর্কে বলেছেন, বাংলাদেশের জ্যাম অর্থনীতির দ্রুত গতির লক্ষণ। এখানে যতদ্রুত রাস্তা সংস্কার  হচ্ছে, তার চাইতে বেশি গতিতে অর্থনীতি এগিয়ে যাচ্ছে। এর ফলে গাড়ি বাড়ছে জ্যাম হচ্ছে।

মেয়রদের উদ্দেশে পাশ্ববর্তী দেশ ভারতের একটি আইন উল্লেখ করে বাদল আরও বলেন, ভারতের লোকসভায় ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি হকার সুরক্ষায় একটি আইন করা হয়েছে। যাতে হকাররা নিরাপদে ব্যবসা করতে পারেন। কাজেই বুলডোজার চালানোর আগে আইনি দিকগুলো দেখবেন।

তিনি বলেন, মেয়রদের এই ধরনের আচরণ সংসদ সদস্যদের সঙ্গে কতটুক সংযোগ আছে। এই  ধরণের আচরণ সরকার ও সংসদ সদস্যদের ঘাড়ে এসে পড়বে।

যত নান্দনিক মার্কেটই করা হোক না কেন ফুটপাতে এক শ্রেণীর লোক যাবেই। সাধারণ ক্রেতার সঙ্গে সম্পর্ক হচ্ছে হকারদের। তাই বিষয়টি ভাবতে হবে, যোগ করেন বাদল।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।