ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সহকারী পুলিশ সুপারের ল্যাপটপ চুরির ঘটনায় ৪ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
সহকারী পুলিশ সুপারের ল্যাপটপ চুরির ঘটনায় ৪ জন কারাগারে

বরগুনা: আমতলী ও তালতলী উপজেলা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল ওয়ারেসের ল্যাপটপ ও নগদ টাকা চুরির ঘটনায় চার জনকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার (২৩ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মো. কিছলু (৩০), মো. জামাল (৩০), মো. শাহ আলম (৩২) ও মো. তন্ময় গাজী (২৮)।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল ওয়ারেসের স্ত্রী সুরাইয়া বেগম বাসার দরজা তালাবদ্ধ করে ছেলের ভর্তির জন্য আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। এ সুযোগে চোরেরা দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে একটি ল্যাপটপ ও নগদ এক লাখ টাকা নিয়ে যায়।

এ ঘটনায় সহকারী পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারেসের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে আমতলী থানায় অজ্ঞাত আসামি করে একটি চুরি মামলা দায়ের করেন। পরে রাতে পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্লাহ বাংলানিউজকে জানান, সহকারী পুলিশ সুপারের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। সেই প্রেক্ষিতে চারজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।