ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে ৩ দস্যু আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
কমলনগরে ৩ দস্যু আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদী থেকে ৬ জেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় ৩ দস্যুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মতিরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দস্যুরা হলেন-চর মার্টিন এলাকার বাসিন্দা তোফায়েল আহমদের ছেলে আবদুস শহিদ চুট্টু, একই এলাকার আবদুল জলিলের ছেলে কামাল মাঝি ও চর লরেন্স গ্রামের শামছুল হকের ছেলে আবদুর রহিম।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় দস্যু দলের ৩ সদস্যকে আটক করা হয়েছে।

এ ঘটনায় পাটারিহাট ইউনিয়নের বাসিন্দা অপহৃত কালু মাঝি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দস্যু দলের অন্যান্য সদস্যদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মেঘনা নদী থেকে ৬ জেলেকে অপহরণ করে দস্যু বাহিনী। পরদিন শুক্রবার (২০ জানুয়ারি) রাতে মুক্তিপণ নিয়ে অপহৃত ৬ জেলেকে ছেড়ে দেয়।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।