আটক দস্যুরা হলেন-চর মার্টিন এলাকার বাসিন্দা তোফায়েল আহমদের ছেলে আবদুস শহিদ চুট্টু, একই এলাকার আবদুল জলিলের ছেলে কামাল মাঝি ও চর লরেন্স গ্রামের শামছুল হকের ছেলে আবদুর রহিম।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় দস্যু দলের ৩ সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মেঘনা নদী থেকে ৬ জেলেকে অপহরণ করে দস্যু বাহিনী। পরদিন শুক্রবার (২০ জানুয়ারি) রাতে মুক্তিপণ নিয়ে অপহৃত ৬ জেলেকে ছেড়ে দেয়।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরএ