ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুর পাসপোর্ট অফিসের ৪ দালালের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
জামালপুর পাসপোর্ট অফিসের ৪ দালালের কারাদণ্ড

জামালপুর: জামালপুর শহরের কাচারীপাড়া এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিসের চার দালালকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ এ কারাদণ্ডাদেশ দেন।

এর আগে দুপুরে র‌্যাবের একটি দল আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করে।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- কাচারীপাড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে রানা (৩০), একই এলাকার শাহাবুদ্দিনের ছেলে রিপন (৩০), মৃত কাজীম উদ্দিনের ছেলে বাবুল (৪০) ও মৃত চাঁন মিয়ার ছেলে আল-আমীন (৪০)।

র‌্যাব কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বাংলানিউজকে জানান, একদল দালাল জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসা লোকদের নানাভাবে হয়রানী করে আসছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।