মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সদর ফায়ার সার্ভিসের অপারেটর মো. বাবুল মিয়া বাংলানিউজকে এ বিষয়ে নিশ্চিত করেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
বেস্ট ইলেক্ট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টরের ভাইয়ের ছেলে মো. ইমামজ্জামান বাংলানিউজকে বলেন, এটি বেস্ট ইলেক্ট্রনিক্সের সার্ভিস সেন্টার ছিলো। বন্ধ থাকায় এখানে কোনো শ্রমিক ছিলো না। তাই কোনো ধরনের হতাহত হয়নি।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
জেএফ/পিএম/ওএইচ/আইএ