মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে জলঢাকা থানা থেকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার জিন্নার স্কুল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
জলঢাকা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ২০১৪ সালে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচি পালনকালে ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা কর্মকাণ্ডে অংশ নেন জহুরুল।
এ সব ঘটনায় তার বিরুদ্ধে থানায় ২টি মামলা দায়ের করা হয়। মামলার পর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন জহুরুল। এসব মামলায় আদালতে নিয়মিত হাজির না হওয়ায় জহুরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরএ