ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জঙ্গিবাদকে রুখতে তরুণদেরই এগিয়ে আসতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
জঙ্গিবাদকে রুখতে তরুণদেরই এগিয়ে আসতে হবে জঙ্গিবাদকে রুখতে তরুণদেরই এগিয়ে আসতে হবে

বরিশাল: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, জঙ্গিবাদ বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা, এ জঙ্গিবাদকে রুখতে তরুণদেরই এগিয়ে আসতে হবে।

বাংলাদেশের অগ্রযাত্রাকে কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না, কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্ব দরবারে একটি রোল মডেল।

কাজেই এ ধারাকে অব্যাহত রাখতে হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ৬টি অনুষদের অধীন ২০টি বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের মত এত তরুণ প্রজন্ম খুব কম দেশেই আছে। এই তুরুণরাই পারবে বিশ্বকে পরিবর্তন করতে। ১৯৭১ সালে এই তরুণরাই যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে। সেই তরুণদের উত্তরসূরী হিসেবে তোমরা যারা আজকের প্রজন্ম তারাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে চেয়ারম্যান আরো বলেন, আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে যেমন একটি ঐতিহাসিক দিন ঠিক তেমনি বরিশাল বিশ্ববিদ্যালয় তোমরা যারা নবীন তোমাদের জন্যও এ দিনটি তাৎপর্যপূর্ণ। কেননা ২৪ জানুয়ারি দিনটি গণঅভ্যুত্থান  দিবস হিসেবে পরিচিত। আর এ দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আয়োজন করায় দিনটি বরিশাল বিশ্ববিদ্যালয় তথা এর নবীন শিক্ষার্থীদের জন্য একটি ঐতিহাসিক দিন।

ওরিয়েন্টেশন হচ্ছে নতুন বন্ধুকে জানা, নতুন নতুন বিষয়কে অবলোকন করা। বিদেশে অনেক বিশ্ববিদ্যালয়েই সাত দিনব্যাপী ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়ে থাকে।

মঙ্গলবার সকালে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার বলেন, ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মুক্তিযুদ্ধ, ৯০’র গণঅভ্যুত্থানসহ প্রতিটি আন্দোলন সংগ্রামে তরুণদের অবদান ছিল। তাই তরুণরাই সামাজিক বিপ্লবের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে এ প্রত্যাশা আমার।

সভাপতির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক বলেন, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। কোচিং নির্ভরতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সারাদিন বাচ্চাদের পড় পড় না বলে তাদের মনসতাত্ত্বিক বিকাশ ঘটানোর ব্যবস্থা করে দিতে হবে। কারণ এই শিক্ষার্থীরাই এক সময় জাতিকে নেতৃত্ব দেবে।

তিনি আরো বলেন, অচিরেই মেয়েদের আবাসনের জন্য একটি হল নির্মাণ করা হবে, শিক্ষার্থী পরিবহনে চলতি মাসেই একটি বাস যুক্ত হচ্ছে, একটি ল্যাঙ্গোয়েজ সেন্টার করা হবে এবং আগামীতে জার্নালিজম ও বায়োক্যামেস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ খোলা হবে। পাশাপাশি অচিরেই দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় একটি অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত হবে।

ওরিয়েন্টেশনে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র উপদেষ্টাগণের উপস্থিতিতে স্ব স্ব বিভাগের নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির আয়োজনে এবং শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারী ২৪, ২০১৭
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।