ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক আলতাফ মাহমুদের ১ম মৃত্যুবার্ষিকী পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
সাংবাদিক আলতাফ মাহমুদের ১ম মৃত্যুবার্ষিকী পালন

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে তার নিজ বাড়ি উপজেলার ডাকুয়ায় পারিবারিক মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সাংবাদিক আলতাফ মাহমুদ স্মৃতি সংসদের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, নাসির উদ্দীন মাহমুদ, সাংবাদিক খালিদ হোসেন মিল্টন ও সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।

গত বছর ২৪ জানুয়ারি আলতাফ মাহমুদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

পরে উপজেলার ডাকুয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।