বুধবার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টায় রাজারবাগ পুলিশ লাইনের মাঠে এসব পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আইজিপি র্যাংক ব্যাজ দেওয়া হবে। একই সঙ্গে মাঠে প্যারেডও অনুষ্ঠিত হবে।
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ে মোট ২৮৮ জন্য কর্মকর্তা ও পুলিশ সদস্য এ র্যাংক ব্যাজ পাচ্ছেন।
এরমধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ৫৩ জন, ‘বি’ ক্যাটাগরিতে ১০১ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৪৭ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৩৩ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৩৬ জন ও ‘এফ’ ক্যাটাগরিতে ১৮ জন রয়েছেন। পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এসব র্যাংক ব্যাজ পদক হাতে তুলে দেবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
পুলিশ সূত্রে জানা গেছে, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর মর্যাদা বৃদ্ধি হয়েছে। এমন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ পদক দেওয়া হয়।
প্রতি বছরের মতো এবারও মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে কর্মক্ষেত্রে দক্ষতা, সঠিকভাবে দায়িত্ব পালনসহ বিভিন্ন ভালো কাজে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকা তৈরি করা হয়। সেই তালিকা অনুযায়ী ২৮৮ জনকে এ আইজিপি ব্যাজে মনোনীত করা হয়েছে।
২৩ জানুয়ারি (সোমবার) শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০১৭। আগামী ২৭ জানুয়ারি (শুক্রবার) শেষ হবে পাঁচ দিনব্যাপী এ বছরের পুলিশ সপ্তাহ।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসজেএ/ওএইচ/এমজেএফ