মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে দ্বিতীয় কার্যদিবসে রাষ্ট্রপতি ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এই মন্তব্য করেন।
আলোচনার সূত্রপাত করেন আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ আ স ম ফিরোজ। হুইপ মাহবুব আরা বেগম গিনি সেই প্রস্তাব সমর্থন করেন। গত ২২ জানুয়ারি সংসদের চলতি অধিবেশন শুরুর দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন।
অধ্যাপক আলী আশরাফ বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনে গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। এক সময় বাংলাদেশ ছিল খাদ্য ঘাটতির দেশ। এখন খাদ্য শুধু উদ্বৃত্তই নয়, রফতানিও করা হচ্ছে। দেশের অবকাঠামো খাতে চরম দুরাবস্তা ছিল। আজ সেই অবস্থা নেই। অন্ধকারাচ্ছন্ন ও অবহেলিত প্রত্যন্ত গ্রামও এখন আলোকিত, সর্বত্র পাকা রাস্তা। উন্নয়নের ছোঁয়ায় সমৃদ্ধ। দেশের শ্রেষ্ঠতম অর্থনীতিবিদরাও অকপটে বলছেন, বাংলাদেশের এমন উন্নয়ন সত্যিই ঈর্ষণীয়। গ্রামে এখন ভিক্ষা দেওয়ার মতো লোক পাওয়া যায় না।
ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, স্বাধীনতাবিরোধী ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একসঙ্গে চলতে পারে না। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের অবশ্যই শাস্তির মুখোমুখি করতে হবে। নইলে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা, দেশের অগ্রগতি স্তব্ধ করার চক্রান্ত ঘটতেই থাকবে। পৃথিবীর কোনো দেশ নেই যেখানে স্বাধীনতাবিরোধীরা রাজনীতি করতে পারে। এ ব্যাপারে এখনই পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময়।
**পানি সংরক্ষণে ৩৭৫ কোটি টাকার প্রকল্প
**ভালো উকিল ধরার পরামর্শ সমবায় মন্ত্রীর
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসএম/এমজেএফ