মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মামুন মাহামুদ বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিগাতলা এলাকায় একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় বেস্ট ইলেক্ট্রনিক্সের সার্ভিস সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে বলেও জানান তিনি।
বেস্ট ইলেক্ট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টরের ভাইয়ের ছেলে মো. ইমামজ্জামান বাংলানিউজকে বলেন, এটি বেস্ট ইলেক্ট্রনিক্সের সার্ভিস সেন্টার ছিলো। বন্ধ থাকার কারণে এখানে কোনো শ্রমিক ছিলো না। তাই কোনো ধরনের হতাহত হয়নি।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
জেডএফ/পিএম/ওএইচ/এমজেএফ
** রাজধানীর জিগাতলায় ইলেক্ট্রনিক্স শোরুমে আগুন