ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

`চলতি বছরে আরো ৭ লাখ শ্রমিক যাবে মালয়েশিয়ায়'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
`চলতি বছরে আরো ৭ লাখ শ্রমিক যাবে মালয়েশিয়ায়' ঢাবিতে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা:  চলতি বছরে বাংলাদেশ থেকে আরো ৫ থেকে ৭ শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।  

মঙ্গলবার (২৪ জানুয়ারি)  বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে 'আনটোল্ড স্টোরি অফ মাইগ্রেটস: ড্রিমস অ্যান্ড রেয়েলিটিস শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 

প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া যাওয়ার জন্য ১৫ লাখ বাংলাদেশি রেজিস্ট্রেশন করেছেন।

এদের মধ্যে যাচাই-বাছাই করে ৫ থেকে ৭ লাখ শ্রমিক মালয়েশিয়া পাঠানো হবে।

তিনি বলেন, সরকারিভাবে বিদেশে দক্ষ জনবল প্রেরণের বিভিন্ন সুযোগ রয়েছে। এর মাধ্যমে স্বল্প খরচে তারা বিদেশ যেতে পারছেন। বৈধ উপায়ে অনেক টাকা আয় করতে পারছেন। এ বছর প্রায় ৫ থেকে ৭ লাখ লোক মালয়েশিয়া যেতে পারবে। তবে যে ব্যক্তি যে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়ে যাবেন তাকে সে কাজই করতে হবে। ভিন্ন কাজে শিফট করার কোনো সুযোগ নেই। ’

শারিয়ার আলম বলেন, আমাদের দেশের মানুষদের মধ্যে একটি ব্যাপার লক্ষ্য করা যায় যেকোনো ভাবে বিদেশ গিয়ে চাকরি করতে হবে। তাদের এ আসক্তির কারণে ৭-৮ লাখ টাকা ব্যয় করে গিয়ে ১০-১২ হাজার টাকা বেতনে কাজ করছেন। এর ফলে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার নষ্ট হচ্ছে এবং যারা যাচ্ছেন তারাও হয়রানির শিকার হচ্ছেন। এ সমস্যা সমাধানে আমাদের সঠিক নিয়ম মেনে  বিদেশে যেতে হবে এবং এই আসক্তি থেকে বের হয়ে আসতে হবে।

দেশের গণমাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকরা নর্যাতনের শিকার হচ্ছে। তা সম্পূর্ণ সত্য নয় উল্লেখ করে তিনি বলেন, আমরা জানি মধ্যপ্রাচ্যের কিছু দেশে নারী শ্রমিকরা হরানির শিকার হচ্ছেন। কিন্তু এর মানে এই না যে সবাই খারাপ আছেন।   আমরা অনেক নারী শ্রমিকের সঙ্গে কথা বলে জেনেছি তারা অনেক ভালো আছেন। সামান্য কিছু অভিযোগের কারণে আমরা মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকদের যাওয়ার বিষয়টি বন্ধ করে দিতে পারি না। তারা যেন সমস্যায় না পরে সে লক্ষ্যে আমরা কাজ করছি।

 
তিনি বলেন, কোনো ধরণের সমস্যা ছাড়‍া বিদেশে শ্রমিক পাঠানোর লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা মালয়েশিয়া সরকারের সঙ্গে চুক্তি করেছি ডিজিটাল পদ্ধতিতে শ্রমিক নেওয়ার জন্য। তারাও আগ্রহ প্রকাশ করেছে আমদের দেশের শ্রমিক তারা নিতে। এই প্রক্রিয়ায় যেতে ইচ্ছুক শ্রমিক এ ব্যাপারে সব তথ্য আমাদের ওয়েব সাইট থেকে জানতে পারবেন। নির্দিষ্ট কাজের জন্য অভিজ্ঞাত সম্পূর্ণ শ্রমিকরা যেতে পারবেন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সুমাইয়া খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সুপ্রিমকোর্টের বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ, বাংলাদেশ সেন্ট্রাল ওমেনস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক পারুইন হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা  জানুয়ারি ২৪,২০১৭
এমএ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।