মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ৮টায় রাজধানীর মগবাজার রাশমনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, সোমবার দিবাগত রাতে আড়াইটার দিকে কালাচাদপুর এলাকার সাজু নামের এক ব্যক্তি মাইনুদ্দিনকে ছুরিকাঘাত করে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে মগবাজর রাশমনো হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৮ টায় তার মৃত্যু হয়।
ওসি আরো বলেন, কি কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তদন্তের পর জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এজেডএস/বিএস