ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধূমপানমুক্ত গাইডলাইন বাস্তবায়ন করছে রাসিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
ধূমপানমুক্ত গাইডলাইন বাস্তবায়ন করছে রাসিক

রাজশাহী: সরকারের তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধূমপানমুক্ত গাইডলাইন বাস্তবায়ন করছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে নগরভবন সরিৎ দত্ত গুপ্ত নগরসভা কক্ষে ‘তামাক নিয়ন্ত্রণে গাইড লাইন বাস্তবায়নে করণীয় নির্ধারণের জন্য অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দায়িত্বপ্রাপ্ত মেয়র বলেন, রাজশাহী সিটি করপোরেশন বায়ুদূষণমুক্ত নগরী হিসেবে বিশ্বের সেরা নগরীর স্বীকৃতি লাভ করেছে। আগামীতে রাজশাহী সিটি করপোরেশন এলাকার সকল পাবলিক প্লেসকে ধূমপান মুক্ত রাখা হবে।

বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র সহায়তায় রাজশাহী সিটি করপোরেশন এ সভার আয়োজন করে। সভায় স্বাগত বক্তব্য রাখেন- রাসিক’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। তামাক নিয়ন্ত্রণে গাইড লাইন বাস্তবায়নে করণীয় শীর্ষক কার্যক্রমের সার্বিক চিত্র উপস্থাপন করেন এসিডির প্রোজেক্ট কো-অর্ডিনেটর খন্দকার এহসানুল আমিন ইমন।

শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা স্থায়ী কমিটির সভাপতি নাজমা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও ২০নং ওয়ার্ড সম্মানিত কাউন্সিলর মুস্তাক হোসেন রতন, ১৬নং ওয়ার্ড সম্মানিত  কাউন্সিলর বেলাল আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এসএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।