ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৭ দোকান পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
গাজীপুরে ৭ দোকান পুড়ে ছাই

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে সাতটি দোকান। বুধবার (২৫ জানুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কড্ডা বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে শামীম এন্টারপ্রাইজ নামে একটি মোটর পার্টসের দোকানে আগুন লাগে। মুর্হূতেই আগুন পাশের জামান, আক্কাস, ইমরান, বাদল ও সুদিরের পার্টসের দোকানে ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ওই সাতটি দোকান ও মালামাল পুড়ে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
আরএস/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।