ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ইউপি সদস্য হত্যার মূলহোতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
সিরাজগঞ্জে ইউপি সদস্য হত্যার মূলহোতা গ্রেফতার

ঢাকা: সিরাজগঞ্জের বেলকুচি থানার ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম (২৮) হত্যার মূল হোতাকে গ্রেফতার করেছে ৠাব-১। তার নাম মনির ইসলাম ওরফে ধলা মনির।
 
 

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিনগত রাতে সাভারের জিরানী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ৠাব-১ এর লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।


 
তিনি বলেন, মনির হত্যায় তিনজন অংশ নেয়। তার মধ্যে ধলা মনির হলো মূল হোতা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
 
গত ৭ অক্টোবর সিরাজগঞ্জের বেলকুচিতে হত্যার শিকার হন মনির। দুর্বৃত্তরা তাকে গুলি করে ও ছুরিকাঘাতে হত্যা করে।
 
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
আরএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।