মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিনগত রাত ১১টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং অফিসার অ্যাড. জসীম উদ্দিন ভূঁইয়া। এর আগে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির বার লাইব্রেরিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত সভাপতি পদে অ্যাড. বিনয় ভূষণ মজুমদার ১৩৩ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. সেলিম আকবর ১২৬ ভোট পেয়েছেন। সিনিয়র সহ সভাপতি মো. সহিদ উল্লাহ কায়ছার ১৩২ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ হিল বাকী ১২৯ ভোট, জুনিয়র সহ সভাপতি কাজী মো. বিল্লাল হোসেন ১৩৬ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহাঙ্গীর হোসেন শেখ ১২৬ ভোট, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঁইয়া ১৪৯ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাকির হোসেন ফয়সাল পেয়েছেন ১১৩ ভোট।
এছাড়াও যুগ্ম সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন, সম্পাদক ফরমস রেজাউল করিম, সম্পাদক লাইব্রেরি গোলাম কাউছার শামীম, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার মো. কামাল হোসেন, জেনারেল অডিটর নুরুল আমিন খান, রার্নিং অডিটর মো. জসীম উদ্দিন প্রধান, চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি মো. মাহবুব আলম, সম্পাদক রেজিস্টারিং অথরিটি নিবাস চন্দ্র সরকার, সদস্য রেজিস্টারিং অথরিটি মনির হোসেন ঢালী, আবুল কালাম আজাদ, কামাল হোসেন, শাহজাহান আখন্দ ও মো. আব্দুল মান্নান মিয়াজী নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ২৬৯ জন ভোটার ৪টি বুথে ভোট দেন। এ বছরও দু’টি প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
আরএ