ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
বাড্ডায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকার শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কবির খান (৫০) নামের এক ব্যক্তি। ২৫ জানুয়ারি ( বুধবার) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় কবিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আমিনুল ইসলাম নামের তার এক আত্মীয় জানান, মৃত কবির যাত্রীবাহী তুরাগ পরিবহনের বাসের হেলপার হিসাবে কর্মরত ছিলেন।

ঘটনার সময় তুরাগ বাসের গেটে দাঁড়ানো ছিলেন কবির।

টঙ্গী থেকে সায়দাবাদগামী বাসটি বাড্ডা শাহজাদপুর এলাকায় পৌঁছালে  পাশ দিয়ে অপর একটি তুরাগ বাস গেটে দাঁড়ানো থাকা কবিরকে চাপা দেয়। তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢামেকে নেয়া হয়।

মৃত কবির যাত্রাবাড়ির শনির আখড়া এলাকায় থাকেন বলে বাংলানিউজকে জানান, ঢামেক পুলিশ বক্স উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া। মৃত কবিরের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।