ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ইজিবাইক চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ইজিবাইক চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল এলাকায় ট্রাকের চাপায় এক ইজিবাইক চালক নিহত ও সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইজিবাইক চালকের নাম-পরিচয় জানা যায়নি।

তিনি শহরের শিমরাইলকান্দি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান বাংলানিউজকে জানান, রামরাইলে ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সেতুর গোড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী একটি ট্রাক একটি ইজিবাইক ও দু’টি অটোরিকশাকে চাপা দেয়। এতে ইজিবাইকের চালক ও অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ইজিবাইক চালককে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।