পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার জানান, দুপুর ১২টার দিকে ডেঙ্গারগ্রামে একটি প্রাইভেটকারের বেপরোয়া গতি দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ গাড়িটিকে ধাওয়া করে ডেঙ্গারগ্রামের একটি মাঠের মধ্যে গতিরোধ করার চেষ্টা করলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।
পরে তাদের আহত অবস্থায় উদ্ধার পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এসআই মনিরের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এসময় ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার, তিনটি বিদেশি রিভলভার, একটি শুটারগান, একটি পিস্তল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭/আপডেট ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
বিএসকে/এসআই