মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার রানধুনীবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে র্যাব-১২ উপ-পরিচালক মেজর সাফায়াত আহাম্মদ সুমন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার চর বিহারী গ্রামের মৃত পাষাণ আলীর ছেলে নজরুল ইসলাম (৩৫), সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতী গ্রামের নুরুল ইসলাম (৫২) ও পাইকপাড়ার আব্দুল রাজ্জাক (৪৫)।
মেজর সাফায়াত আহাম্মদ সুমন জানান, গ্রেফতারকৃত তিনজন ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ও চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
বিএসকে/এসআই