ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সার্চ কমিটি গঠনের প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সার্চ কমিটি গঠনের প্রস্তাব

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে ৬ সদস্যের সার্চ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছে। এ সংক্রান্ত চিঠিটি বঙ্গভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগ হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছায়। 

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সার্চ কমিটির প্রধান হচ্ছেন। তার নেতৃত্বে কমিটিতে সদস্য সচিব হিসেবে থাকছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

সদস্য থাকছেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি শিরিন আক্তার।

বর্তমান নির্বাচন কমিশন গঠনের আগে গঠিত সার্চ কমিটিরও প্রধান ছিলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।  

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম বাংলানিউজকে জানিয়েছেন, সার্চ কমিটি গঠনে প্রস্তাবের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।

এর আগে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বঙ্গভবন থেকে চিঠিটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হবে বলেও জানান শফিউল আলম।

তবে নামগুলো প্রকাশ করেননি সচিব। তিনি বলেন, ‘আগে নামগুলো চূড়ান্ত হয়ে আসুক, তারপরে বলবো’।

সংবিধান অনুসারে, ইসি গঠন করবেন রাষ্ট্রপতি। এজন্য তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছেন।

গত বছরের ১৮ ডিসেম্বর বিএনপির মাধ্যমে এ সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। ১৮ জানুয়ারি পর্যন্ত ৩১টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে দলগুলো রাষ্ট্রপতির কাছে বিভিন্ন প্রস্তাব দেয়।

**ইসি পুর্নগঠনে ৬ সদস্যের সার্চ কমিটি গঠনের প্রস্তাব

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এমআইএইচ/ইএস/এমইউএম/জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।