এর আগে মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে যান্ত্রিক ত্রুটির কারণে চারটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়।
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক (কারিগরি) প্রকৌশলী ইয়াকুব আলী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
উৎপাদন শুরু হওয়া ইউনিটগুলো হলো- ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি-২ ও ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিট।
এছাড়া ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিটে এখনো উৎপাদন শুরু হয়নি।
চারটি ইউনিটে উৎপাদন বন্ধ থাকায় মঙ্গলবার সন্ধ্যা থেকে জাতীয় গ্রিডে ৪৮৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায় বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এজি/আরএ