ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরবঙ্গে পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
উত্তরবঙ্গে পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত

রাজশাহী: রাজশাহীসহ উত্তরবঙ্গের ১৬ জেলায় ডাকা অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত করেছে উত্তরবঙ্গ ট্রাক লরি ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে সংগঠনটির কার্যকরী সভাপতি সাদরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

সাদরুল ইসলাম বলেন, আমাদের দাবিগুলোর মধ্যে চারটি মেনে নিয়েছে সরকার।

বাকিগুলো আলোচনা সাপেক্ষে প‍ূরণের আশ্বাস দিলে তখনই দক্ষিণাঞ্চলের ধর্মঘট প্রত্যাহার করা হয়। আগামী ২৬ জানুয়ারি থেকে উত্তরবঙ্গে যে, ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিলো তাও আজ (বুধবার) স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এসএস/ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।