বুধবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নজরুল ইসলাম এ নির্দেশ দেন।
সিরাজগঞ্জ কোর্ট ইন্সপেক্টর শহিদুল্লাহ বাংলানিউজকে জানান, সকালে আইনজীবীর মাধ্যমে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোবর উপজেলার জয়ানপুর গ্রামে মসজিদের হিসাব নিকাশ নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে ওই গ্রামের কুড়ান আলী শেখের স্ত্রী আমেনা বেগম নিহত হন।
পরে এ ঘটনায় কুড়ান আলী শেখ বাদী হয়ে ১৭ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এজি