ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ট্রাকচাপায় কৃষক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
যশোরে ট্রাকচাপায় কৃষক নিহত

যশোর: যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ও বারীনগরের মাঝামাঝি এলাকায় ট্রাকচাপায় আব্দুর রশিদ (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রশিদ সদর উপজেলার হৈবতপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আব্দুর রশিদ খেত থেকে সরিষা কেটে ভ্যানে করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা আব্দুর রশিদকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) বামন চন্দ্র বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।