ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
উল্লাপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় আসাদুল হক আকাশ (১৮) নামে আহত এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকালে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

আকাশ উপজেলার সলপ ইউনিয়নের খান সোনতলা গ্রামের কৃষক মেনহাজ উদ্দিনের ছেলে এবং উল্লাপাড়া আর.এস. কলেজের মানবিক শাখার একাদশ শ্রেণির ছাত্র।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ বাংলানিউজকে জানান, সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে খান সোনতলা তফসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে জিলাপি নিয়ে কলেজের দুই শিক্ষার্থী কোবাদ ও নাজমুলের মধ্যে কথা কাটাকাটি হয়।

এসময় নাজমুলের পক্ষ নিয়ে বিষয়টি মীমাংসা করতে যান আকাশ।

এর জের ধরে মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে খানসোনতলা গ্রামের গুলিস্তান মোড়ে কোবাদ ও তার ভাইরা মিলে আকাশের মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে উল্লাপাড়া বেঙ্গল হাসপাতাল, পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে এরপর এনায়েতপুর খাজা ইউনুস আলী (রাঃ) হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বুধবার (২৫ জানুয়ারি) সকালে ঢাকায় নেওয়ার পথে টাঙ্গাইলের এলেঙ্গায় মারা যান তিনি।

এ ঘটনায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ওসি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।