ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বেসরকারি ক্লিনিকের ধর্মঘট প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
রাজশাহীতে বেসরকারি ক্লিনিকের ধর্মঘট প্রত্যাহার ধর্মঘটের ফাইল ছবি

রাজশাহী: ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে রাজশাহীর বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে শুরু হওয়া ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। 

বুধবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে তাদের সব কার্যক্রম আবারও শুরু হয়েছে।  

বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান বাংলানিউজকে জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

তাই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

তিনি বলেন, দুপুর ১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে ক্লিনিক মালিক নেতাদের সঙ্গে প্রশাসনের জরুরি সভা হয়। সভা শেষে বিকেল ৩টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

মোকলেসুর রহমান জানান, রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আশীষ কুমার সাহা, বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. এমএ মান্নানসহ অন্যরা সভায় উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছিলেন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহীর নেতারা।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।