বুধবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে তাদের সব কার্যক্রম আবারও শুরু হয়েছে।
বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান বাংলানিউজকে জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি বলেন, দুপুর ১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে ক্লিনিক মালিক নেতাদের সঙ্গে প্রশাসনের জরুরি সভা হয়। সভা শেষে বিকেল ৩টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
মোকলেসুর রহমান জানান, রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আশীষ কুমার সাহা, বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. এমএ মান্নানসহ অন্যরা সভায় উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছিলেন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহীর নেতারা।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এসএস/জেডএস