উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (২১ জানুয়ারি) একটি জমিতে আবাদ করাকে কেন্দ্র করে চক পাঙ্গাসীর জহুরুল গ্রুপ ও হাসানুর রহমান হাসু গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে মকবুলের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
বিএসকে/আরএ