বুধবার (২৫ জানুয়ারি) ভোরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার দুর্লভপুর ইউনিয়নের চাররশিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে আব্দুর রহমান (২২), মোহবুলের ছেলে রিপন আলি (১৯), আব্দুল ওহেদ আলির ছেলে সাদিকুল ইসলাম (৩৫), মোহবুল হকের ছেলে রেজাউল করিম (১৯), মফিজুল হকের ছেলে আব্দুল হাকিম (৩৮), মর্তুজা আলমের ছেলে সুমন (২৮), জান মোহাম্মদের ছেলে দুরুল ইসলাম (৪০), ঘাটু আলির ছেলে জোহরুল হক (২১), আব্দুল মালেকের ছেলে মিজান উদ্দিন (২০), আব্দুল খালেকের ছেলে মেম (২০), ফিটুর ছেলে সাদ্দাম আলি (১৯), একই ইউনিয়নের ফুলদিয়াড়ী গ্রামের মফিজুল হকের ছেলে ইমরান আলি (২৫), নামোজগনাথপুর গ্রামের সেন্টু আলির ছেলে জামাল উদ্দিন (২০), স্কুলসাম গ্রামের একরাম আলির ছেলে মিরাজুল ইসলাম (২৮), নামোজগনাথপুর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে পারুল হক (৩০), ফিল্ডের হাট গ্রামের আয়নাল হকের ছেলে রিপউদ্দিন (২০) ও শাহাবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের দুরুল আলির ছেলে সাহেব আলি (২০)।
বিজিবি জানায়, ভোরে দুর্লভপুর ইউনিয়নের রঘুনাথপুর সীমান্ত দিয়ে একদল যুবক ভারতে অনুপ্রবেশ করছিলেন। খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে ওই ১৭ যুবককে আটক করে।
তিনি আরো জানান, আটক ১৭ যুবক দীর্ঘদিন ধরে গরু ও মাদক পাচার করে আসছিলেন। এ ব্যাপারে মামলা দায়ের করে তাদের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এনটি/এসআই