বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০১৭’ এর ৩য় দিনে দিক নির্দেশনামূলক বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
এ বছর ‘পুলিশ সপ্তাহ-২০১৭’ উপলক্ষে ৩য় দিনে ২০১৬ সালে প্রশংসনীয় ও ভাল কাজের স্বীকৃতি হিসেবে নির্বাচিত পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ে ৬টি ক্যাটাগরিতে ২৯৩ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে আইজিপি-ব্যাজ পরিয়ে দেন আইজিপি।
আইজিপি বলেন, এবার যেসব পুলিশ সদস্য প্যারেডে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে মানি বন্ড দেওয়া হবে।
পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি মহোদয়ের একটাই কথা, দেশের জনমানুষ, যারা আইনের সহায়তা চায় তাদের যথার্থ সহযোগিতা দিতে আপনারা বাধিত থাকিবেন। ’
‘জঙ্গি ও মাদক প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’ উল্লেখ করে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ জঙ্গি ও মাদক নির্মূলের জন্য কাজ করছে। দেশের প্রতিটি জেলায় অন্তত একটি ইউনিয়নকে মাদক মুক্ত করতে হবে। সেই লক্ষে সবাইকে কাজ করতে হবে।
তিনি বলেন, প্রতিটি থানা এলাকায় কমিউনিটি পুলিশ গঠন করা হয়েছে যাতে ওইসব এলাকার বিভিন্ন অপরাধ ও মাদক সহজে নির্মূল করা যায়। এসব থানা এলাকার সাধারণ মানুষও পুলিশের সঙ্গে অপরাধ দমনে কাজ করতে চায়। এতে সমাজ থেকে বিভিন্ন অপরাধ সহজে নির্মূল করা সম্ভব হয়।
প্যারেড প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি জেলায় পুলিশ সদস্যদের নির্ধারিত দিনে প্যারেড অনুষ্ঠিত হয়। ইউনিট প্রধানদের এ বিষয় খোঁজ রাখতে হবে। জেলাগুলোতে যদি নির্ধারিত সময়ে প্যারেড না হয় তবে এর রির্পোট দিন। কাজ করতে হয়ে শরীর চর্চাও করতে হবে। এর সঙ্গে জনমানুষকে পুলিশি সেবাও প্রদান করতে হবে।
এবারের পুলিশ সপ্তাহে ২০১৬ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার এবং চোরাচালানকৃত মালামাল উদ্ধারে জেলা ভিত্তিকভাবে পুলিশের বিভিন্ন ইউনিটকে পুরস্কৃত করা হয়েছে।
পুলিশ সপ্তাহের ৩য় দিন সকালে রাজারবাগ মাঠে পুলিশের বিভিন্ন ইউনিটের প্যারেডের চূড়ান্ত প্রতিযোগিতায় ১০টি কন্টিনজেন্টের মধ্যে শিল্পাঞ্চল পুলিশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার আপ (দ্বিতীয়) হয়েছে যৌথভাবে মেট্রো পুলিশ দল এবং তৃতীয় হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।
২০১৭ সালের পুলিশ সপ্তাহের ৩য় দিনের অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৩ জানুয়ারি (সোমবার) শুরু হয়ে আগামী ২৭ জানুয়ারি (শুক্রবার) শেষ হবে পাঁচ দিনব্যাপী এ বছরের পুলিশ সপ্তাহ।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এসজেএ/এএটি/আরআই