ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে পৌর মেয়রের মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে পৌর মেয়রের মতবিনিময় পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল

নোয়াখালী: নোয়াখালী পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম অধিকতর গতিশীল ও প্রযুক্তি নির্ভর আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে নোয়াখালী পৌরসভা কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় মেয়র সহিদ উল্যাহ খান সোহেল বলেন, ঐতিহ্যের সমন্বয়ে আধুনিকভাবে গড়ে তোলা হবে নোয়াখালী পৌরসভা।

গত ছয় মাস কাউন্সিলরদের নিয়ে কয়েকটি বৈঠকের পর সাধারণ নাগরিকদের মতামতকে গুরুত্ব দিয়ে কর্ম পরিকল্পনা সাজানো হয়েছে।

এ সময় সাংবাদিক, পৌরসভার কাউন্সিলর, নির্বাহী প্রকৌশলী, সচিব সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।