যশোর: যশোরের শার্শা উপজেলার মানকিয়া গ্রামে ভাতিজার ছুরিকাঘাতে নাসির উদ্দিন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হন নিহত ব্যক্তির ছেলে লিটন (৩০)। বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আহত লিটন একই হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার নাসির ও তার ভাতিজা মিলনের পরিবারের শিশুদের মধ্যে ঝগড়া হয়।
এর জের নাসির ও মিলনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে নাসিরকে ছুরিকাঘাত করেন মিলন। এসময় ঠেকাতে এলে নাসিরের ছেলে লিটনকেও ছুরিকাঘাত করেন তিনি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মৃত্যু হয় নাসির উদ্দিনের।
এ ঘটনায় থানায় মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন নিহত ব্যক্তির স্বজনরা।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
ইউজি/এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।