বিজিবি’র ৯ ব্যাটালিয়নের বিওপি’র হাবিলদার মো. শফিকুল ইসলাম জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে একটি টহল দল সীমান্ত পিলার ৩১/২-এস থেকে দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুজনপাড়া মাঠ এলাকায় অভিযান চালায়। এসময় ১১০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে ৯ ব্যাটালিয়নের বিওপি’র হাবিলদার মো. তৈমুর রহমানের নেতৃত্বে অপর একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১৮১ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার রিফুজিপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেনসিডিল জব্দ করে।
৯ ব্যাটালিয়নের অধিনায়ক এস এম আবুল এহসান জানান, উদ্ধারকৃত বিদেশি মদ ও ফেনসিডিলগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
বিএসকে/আরএ