ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় দু’টি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ সিটু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিজিবি ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আবুল এহসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তি বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ১৭৫ থেকে ৪ কিলোমিটার ভেতরে সিটুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসময় তার কাছ থেকে দু’টি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।