বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিজিবি ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আবুল এহসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তি বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ১৭৫ থেকে ৪ কিলোমিটার ভেতরে সিটুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
বিএসকে/আরএ