ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিদেশিদের নিরাপত্তায় পুলিশ ‘এসকর্ট’ দেওয়া হচ্ছে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
বিদেশিদের নিরাপত্তায় পুলিশ ‘এসকর্ট’ দেওয়া হচ্ছে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী (সংগৃহীত)

সংসদ ভবন থেকে: দেশের গুরুত্বপূর্ণ প্রকল্পসহ বিভিন্ন এলাকায় কর্মরত ও অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তায় পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। চাহিদা মোতাবেক বিদেশিদের চলাচলের সময় পুলিশ ‘এসকর্ট’ দেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বর্তমান সরকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে দৃঢ় প্রতিজ্ঞ।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে এসব কথা জানান প্রধানমন্ত্রী।

বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ দিনের কার্যসূচি শুরু হয়।
 
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, সড়ক-মহাসড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনাসহ দিবা ও রাত্রিকালীন পুলিশ টহল জোরদার করা হয়েছে। সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য গঠিত স্পেশাল ট্রাস্ক গ্রুপের (এসটিজি) মাধ্যমে অভিযান অব্যাহত আছে।
 
তিনি বলেন, ইতোপূর্বে সন্ত্রাসী, নাশকতামূলক, ধ্বংসাত্মক কার্যকলাপের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের কর্মকাণ্ড ও গতিবিধি সম্পর্কে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আগামী দিনগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষায় এবং জনগসাধারণের জীবন ও  সম্পদের নিরাপত্তা বিধানে উপযুক্ত ব্যবস্থা নিতে অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন, জনবল বৃদ্ধি, বিশেষায়িত ইউনিট গঠন, যুগোপযোগী প্রশিক্ষণ, যানবাহন, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জমাদি সংযোজন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এসকে/এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।