বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তিনি (ইউনূস) গ্রামীণ ফোনের শেয়ার বিক্রি করে অধিকাংশ নিজের সম্পত্তি করে নিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংকের আইনেই আছে ৬০ বছর পর্যন্ত এমডি থাকা যাবে। কিন্তু ৭০ বছর পার হয়ে গেছে, তখনও তিনি এমডি। উনি সরকারি বেতন ভাতাই নিতেন। তারপরও তার প্রতি সকলের একটা দুর্বলতা ছিল।
সংসদ নেতা বলেন, আমি অর্থমন্ত্রী ও আমার উপদেষ্টাকে পাঠিয়েছিলাম। উনারা তাকে বলেছিলেন আপনার পার হয়ে গেছে আপনি আর এমডি থাকতে পারেন না। আপনাকে এমিরেটারস উপদেষ্টা হিসেবে সম্মানী পদে রাখতে চাই। উনি রাজি হলেন না। উনি আদালতে গিয়ে সরকার ও বাংলাদেশে ব্যাংকের বিরুদ্ধে মামলা করলেন। মামলা করার পরামর্শ দিয়েছিলেন ড. কামাল হোসেন, আর উনার মেয়ে মামলা পরিচালনা করেন। মামলায় হেরে গেলেন। এরপর দোষ চাপালেন আমার ওপর।
সে মামলার হেরে গিয়ে পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে ক্ষেপে গেলেন আমার উপর। সেই ক্ষ্যাপটা গিয়ে পড়ল পদ্মা সেতুর উপর। আমাদের দেশের কোন এক স্বনামধন্য পত্রিকার সম্পাদক আর উনি মিলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সাথে দেখা করলেন এবং হিলারি ক্লিনটনের সাথে লবিং করলেন। তাই পদ্মা সেতুতে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দেয়াটা বন্ধ হয়ে গেল। উল্টো দুর্নীতির অভিযোগ আনা হল। আমেরিকান গোয়েন্দা সংস্থা দিয়ে আমার ছেলে-মেয়ে, ছেলের বউ মন্ত্রিপরিষদ, উপদেষ্টা সবার তদন্ত করা হলো। কেউ কোন রকম দুর্নীতি করেছে কি না? তা খুঁজতে। কিন্তু মনে জোর ছিল বলেই আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বলেছিলাম বিশ্বব্যাংকের টাকায় আর পদ্মা সেতু করবো না।
প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি তার লবিস্টসহ অনেক বড় বড় জায়গা থেকে টেলিফোন করালেন। এমনকি তার অনুরোধে হিলারি ক্লিনটন আমাকে ফোন করলেন। এমডি পদ থেকে কেন তাকে বাদ দেয়া হচ্ছে। আমি তাকে বললাম আমরাতো বাদ দেইনি। তিনি মামলায় হেরে গেছেন। তারপরেও আমার ওপর দোষ চাপানো হলো। সারা বিশ্বে আমার বিরুদ্ধে প্রচার-অপপ্রচার চালানো হলো।
তিনি বলেন, আমি রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য। ব্যক্তিস্বার্থে নয়। আর জনগণের টাকা লুট করে নিয়ে নিজের ভাগ্য গড়বো এ ধরনের আকাঙ্ক্ষা ও মানসিকতাই আমার নেই। পারলে জনগণকে সব বিলিয়ে দিয়েছি। সেটাই আমরা শিখেছি। আমার দেশে একটি উন্নয়ন হবে, আর ওই উন্নয়ন থেকে টাকা বানাতে হবে। এ চিন্তা তো আমার একেবারেই মাথায় নাই।
প্রধানমন্ত্রী বলেন, গরীবের হাড় মাংস রক্ত ঝড়ানো টাকা দিয়ে যে বড়লোকিপনা করে তার আবার দেশের প্রতি ভালবাসা থাকবে কোথা থেকে। উনি (ইউনূস) দল করতে গেলেন। সেই সম্পাদক সাহেব আর উনি মিলে শুরু করলেন দল গঠন করবেন। কিন্তু সেখানেও ব্যর্থ হল। কারণ জনগণের কাছে সাড়া পায়নি। সুদখোরের ডাকে কেউ সাড়া দেয় না। এটা হল বাস্তবতা।
প্রধানমন্ত্রী বলেন, ওনার তো গ্রামীণ ফোনের অনুমতিই পাওয়ার কথা না, কারণ উনি টেন্ডারের তৃতীয় স্থানে ছিলেন। আমি তখন খুব আগ্রহে তাকে গ্রামীণ ব্যাংক দিয়েছিলাম। যেহেতু লভ্যাংশের একটা টাকা গরীব মানুষ পাবে। সেটাতো দেনই নাই, বরং অধিকাংশ শেয়ার বিক্রি করে দিয়ে নিজের সম্পত্তি করে নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এসএম/এসকে/আরআই