ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় স্কুলছাত্র হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
 বগুড়ায় স্কুলছাত্র হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় চাঞ্চল্যকর স্কুলছাত্র নাইমুর ইসলাম হত্যা মামলায় দু’জনকে মৃত্যুদণ্ড ও একজনকে সাত বছরের কারাদণ্ডের সাজা প্রদান করেছেন আদালত।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কাহালু উপজেলার উলট্ট গ্রামের আব্দুল মান্নান ওরফে ভাটা মান্নানের ছেলে জাকারিয়া ও ডালিম।

আর সাত বছরের কারাদণ্ড প্রাপ্ত হলেন একই এলাকার মতিউর রহমান।

এদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছেন। অপরজনকে রায় ঘোষণার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বিকেলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাসিমুল করিম হলি বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১২ সালের ৫ এপ্রিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাকারিয়া ও ডালিমের নেতৃত্বে কাহালু উপজেলার উলট্ট গ্রামের রফিকুল ইসলামের ছেলে স্কুলছাত্র নাইমুর ইসলামকে অপহরণ করা হয়।

পরে অপহরণকারীরা আব্দুল মান্নান ওরফে ভাটা মান্নানের মালিকানাধীন ইটখোলায় ওই স্কুলছাত্রকে পুড়িয়ে হত্যা করে। অপহরণের ৩-৪দিন পর পুলিশ ওই ইটখোলা থেকে নিহতের আগুনে পোড়ানো মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম  ১০ এপ্রিল বাদী হয়ে কাহালু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।   পরে পুলিশ মামলা তদন্ত শেষে সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭

এমবিএইচ/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।