ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ঝুট গুদামে আগুন নিয়ন্ত্রণে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
আশুলিয়ায় ঝুট গুদামে আগুন নিয়ন্ত্রণে আশুলিয়ায় বসতবাড়িতে আগুন-ছবি: বাংলানিউজ

আশুলিয়া, সাভার: আশুলিয়ার শিমুলতলা এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন দেড়ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার শিমুলতলা এলাকায় ডং লিউন গার্মেন্টেসের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গুদামের পাশে থাকা একটি বাসা ভাড়ির ১৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মিজান হোসেন বাংলানিউজকে জানান, আগুনে বাসার ১৫টির ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে তিনি কিছু বলেতে পারেননি।

ডং লিউন গার্মেন্টেসের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গুদামে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা সম্ভব নয়।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণে আশেপাশের কয়েকটি বাড়ি ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭ আপডেট: ২০৫৭ ঘণ্টা
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।