ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে পানিতে ডুবে রাখিন হাসান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাখিন হাসান সদরপুর ইউনিয়নের দশ হাজার গ্রামের আব্দুল ছামাদ খলিফার ছেলে।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ফারুক শিকদার জানান, সকালে শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

অনেক খোঁজাখুঁজির পরে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক মো. কবীর উদ্দিন বাংলানিউজকে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।