ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ৫ জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
শরীয়তপুরে ৫ জুয়াড়ি আটক শরীয়তপুরে ৫ জুয়াড়ি আটক-ছবি: বাংলানিউজ

শরীয়তপুর: শরীয়তপুর পৌরসভার বাঘিয়া এলাকার একটি বাগানের ভেতরে জুয়া খেলার সময় পাঁচ জুয়াড়িকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ওই এলাকার মান্নান ফকিরের ছেলে মামুন ফকির (২২), ইউসুফ আলী শেখের ছেলে জাকির শেখ (২০), রশিদ চৌধুরীর ছেলে ইকবাল চৌধুরী (২৪), নিজাম ছৈালের ছেলে মাসুম ছৈয়াল (২৩) ও খলিল আকনের ছেলে মামুন আকন (১৯)।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বাঘিয়া এলাকার একটি বাগানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ওই পাঁচ জুয়াড়িকে আটক করা হয়।

এসময় জুয়ার আসর থেকে এক হাজার ২শ’ টাকা ও তাস উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের পালং মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।