ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা চেয়ে পাকিস্তানি হাইকমিশনারকে তলব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা চেয়ে পাকিস্তানি হাইকমিশনারকে তলব রফিউজ্জামান সিদ্দিকী

ঢাকা: ইসলামাবাদে বাংলাদেশি হাইকমিশনার ও করাচিতে ডেপুটি হাইকমিশনারসহ সেখানে থাকা কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা চেয়ে ঢাকায় পাকিস্তানি হাইকমিশনার রফি‍উজ্জামান সিদ্দিকীকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশীয় বিষয়ক অণুবিভাগের মহাপরিচালকের কার্যালয়ে ডাকা হয়। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, রফিউজ্জামানকে ডেকে ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার ও করাচিতে ডেপুটি হাইকমিশনারসহ পাকিস্তানে থাকা বাংলাদেশের কূটনৈতিক কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য বলা হয়েছে।

একইসঙ্গে হাইকমিশনারকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো রকমের অনাকাঙ্ক্ষিত বা আক্রমণাত্মক তৎপরতা থেকে কূটনেতিক মিশনের স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক সরকারেরই দায়িত্ব।

হাইকমিশনারকে বলা হয়, তিনি যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পাকিস্তানে বাংলাদেশের সব মিশনের সুরক্ষা নিশ্চিতে আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, পাকিস্তানে দুই কূটনৈতিক মিশনে থাকা আমাদের কর্মকর্তারা নিরাপত্তা হুমকিবোধ করছেন। বিষয়টি ঢাকায় জানানোর পর পাকিস্তানি হাইকমিশনারকে তলব করে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলো পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭/২০১০ ঘণ্টা
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।