বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা শুধু পরিকল্পনা নিয়ে বসে থাকিনি।
তিনি বলেন, আমলাতান্ত্রিক জটিলতা বলে অতীতে একটি কথা ছিল। তবে আমরা দেখেছি। আমলা বলতে আমরা যা বুঝি, যারা আমাদের সকল পরিকল্পনা বাস্তবায়নে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেন, তারা এখন যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। আন্তরিকতার সঙ্গে কাজ করছেন বলেই আমরা এই সাফল্য আনতে পারছি।
জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গভীর সমুদ্রবন্দর আমাদের প্রয়োজন। ইতোমধ্যে সোনাদিয়া, কুতুবদিয়া এবং পায়রা সমুদ্রবন্দর করতে ফিজিবিলিটি স্টাডি করেছি। প্রকল্প নেওয়া হয়েছে। সুবিধামতো সময়ে এগুলো হবে।
চট্টগ্রাম থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে গুনদুম পর্যন্ত রেললাইন প্রসঙ্গে প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নকর্তারাও তো দীর্ঘ ৮-৯ বছর ক্ষমতায় ছিলেন, তিনি তো চট্টগ্রামের লোক তাহলে তারা এটা করেননি কেন?
প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে গুনদুম পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে। আমরা টেন্ডার আহ্বান করেছি। এ ব্যাপারে আমরা যথেষ্ট সজাগ আছি। কক্সবাজার থেকে গুনদুম পর্যন্ত রেললাইন আমরা করে দিতে পারবো। আওয়ামী লীগই করে দিতে পারবে।
** বিদেশিদের নিরাপত্তায় পুলিশ ‘এসকর্ট’ দেওয়া হচ্ছে
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এসকে/এসএম/এমজেএফ