বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ্ সাদিয়া তাজনীন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মোবারক মধুপুর পৌর এলাকার পুন্ডুরা (শেওড়াতলা) গ্রামের ওহাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে বেশ কিছুদিন আগে মোবারকের স্ত্রী বাড়ি ছেড়েছেন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে মোবারক মাদকাসক্ত অবস্থায় বাড়ি ফিরে ছেলে আরিফুলকে নিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে টিনের ঘরে আগুন ধরিয়ে দেন। এসময় আরিফুলসহ পরিবারের অন্য সদস্যদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে। পরে পুরো ঘটনা শুনে স্থানীয়রা মোবারককে পুলিশের হাতে তুলে দেন।
এরপর, বুধবার বিকেলে পুলিশ মোবারককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এনটি