ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পাঠ্য বইয়ে ভুলের ঘটনায় দায়ীদের শাস্তি চায় সংসদীয় কমিটি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
পাঠ্য বইয়ে ভুলের ঘটনায় দায়ীদের শাস্তি চায় সংসদীয় কমিটি

ঢাকা: প্রাথমিকের পাঠ্য বইয়ে ভুলের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সংশ্লিষ্ট সংসদীয় কমিটি। এজন্য একটি সাব কমিটি গঠন করা হয়েছে। এই সাব কমিটিকে বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করে সুপারিশ করতে বলা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই প্রস্তাব করা হয়। কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে এই বৈঠকে কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সামশুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল অংশ নেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

কমিটির সদস্য সামশুল হক চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের সাব কমিটিতে অন্য দুই সদস্য হলেন- আলী আজম ও মোহাম্মদ ইলিয়াছ।

এছাড়া বৈঠকে শিশু কল্যাণ ট্রাস্টের কার্যক্রম ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যে তিন সদস্যের আরও একটি সাব কমিটি গঠন করে দেয়া হয়েছে। কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির অপর দুই সদস্য হলেন- মো. নজরুল ইসলাম বাবু ও মো. আবুল কালাম।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে প্রাথমিক বিদ্যালয়গুলোর নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা হয়। কমিটি বিদ্যালয়ের শুন্য পদগুলো পূরণে দ্রুত নিয়োগ প্রদানের পদক্ষেপ গ্রহণ, প্রয়োজনীয়তার ভিত্তিতে বিদ্যালয়গুলোতে দুই শিফট চালু এবং বিদ্যালয় পরিদর্শন কার্যক্রম জোরদার করণসহ কেন্দ্রীয়ভাবে বিদ্যালয় পরিদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭

এসএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।