বুধবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহারুল ইসলাম এ জরিমানা করেন।
তিনি বলেন, ট্রেড লাইসেন্স না থাকায় ফুলঝুড়ি বাজারের বিসমিল্লাহ মেডিকেল হলের মালিককে তিনি হাজার টাকা, খন্দকার মেডিকেল হলের মালিককে তিন হাজার টাকা, সেলিনা মেডিকেল হলের মালিককে তিন হাজার টাকা, খান মেডিকেল হলের মালিককে তিন হাজার টাকা, সাইফুল মেডিকেল হলের মালিককে তিন হাজার টাকা ও ফুটপাত ব্যবসায়ী মো. শাজাহানকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
আরবি/